আরও একবার আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছর আগে পরাজিত হয়ে নত মুখে হোয়াইট হাউজ ছেড়েছিলেন তিনি। চার বছর পর আবার তিনি পা রাখতে চলেছেন এই বাড়িতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমেরিকার থেকে শক্তিধর দেশ তো আর নেই। তা এই দেশের প্রেসিডেন্ট হলে কত টাকা বেতন পাবেন তিনি? আর কী কী সুযোগ সুবিধা মিলবে?

আমেরিকার সাধারণ নাগরিকদের গড় বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৩৭.৪১ লক্ষ টাকা, সেখানে প্রেসিডেন্টের বার্ষিক বেতন কোটিতে। ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি ৩৬ লক্ষ।

পাশাপাশি পাবেন আলাদা ভাতা। তিনিই আমেরিকার সর্বময় কর্তা, তাই প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন ৪২ লক্ষ টাকা। বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ পাবেন যথাক্রমে ৮৪ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা। সব মিলিয়ে ট্রাম্পের জন্য আমেরিকার কোষাগার থেকে বরাদ্দ করা হবে বছরে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় ৮৪ লক্ষ টাকা পাবেন। যাতায়াতের জন্য পাবেন লিমুজিন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ও বিমান। বার্ষিক পেনশন হিসাবে বছরে দেড় কোটি টাকার বেশি পান আমেরিকায় যখন যিনি প্রেসিডেন্ট হন তিনি। এই সঙ্গে পাবেন আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here