ঐতিহ্যশালী কুলদাকান্ত শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ২২ ডিসেম্বর: ঐতিহ্যশালী কুলদাকান্ত শিল্ডের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৯২ বছরের পুরনো এই টুর্নামেন্টে সেমিফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয়েছিল শ্যাম মেটালিক ফুটবল একাডেমির। প্রথম সেমিফাইনালে লাল-হলুদ জয় তুলে দিল ৩-০ গোলে। হ্যাটট্রিক করলেন শ্যামল বেসরা। লাল-হলুদের ৬৬ নম্বর জার্সিধারী প্রথমার্ধে করেন একটি গোল এবং দ্বিতীয় অর্থে তাঁর পা থেকে আসে দুটি গোল। এর মধ্যে একটি পেনাল্টি থেকে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল গত বছর অর্থাৎ ২০২৪-এর সংস্করণে প্রথম ম্যাচ হেরেই বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। সে বছর অনভিজ্ঞ দল পাঠিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাব। ২০২৪-এ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট’কে নিম্নমানের দল পাঠানোর কারণে। যেই উত্তরবঙ্গ’কে ইস্টবেঙ্গলের ঘাঁটি হিসেবে ধরা হয় সেখানে দলের খারাপ পারফরম্যান্স সমর্থকরা মেনে নেবেন না।

সেই মতোই উত্তরবঙ্গের ঐতিহ্যশালী টুর্নামেন্টে সেরা জুনিয়ার দলটাই পাঠিয়েছে লেসলি ক্লডিয়াস সরণি’র ক্লাব।

রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ইস্টবেঙ্গলের প্রথম একাদশের অধিকাংশই ছিল কলকাতা লিগে খেলা ফুটবলার। মনোতোষ চাকলাদার, চাকু মান্ডি, আদিত্য পাত্র, আমন সি কে- এর ফুটবলার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ অর্চিষ্মান । ম্যাচের নায়ক শ্যামল বেসরা নিজেও এই কলকাতা লিগের প্রোডাক্ট।

ম্যাচটি ইস্টবেঙ্গল তিন গোলে জিতলেও ম্যাচের ব্যবধান আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকতো না। একাডেমির দলটির গোলরক্ষক বেশ কিছু ভাল সেভ দেওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবও বহু সুযোগ নষ্ট করে। ২৪ ডিসেম্বর কুলদাকান্ত শিল্ডের ফাইনালে মাঠে নামবে ইস্টবেঙ্গল। দ্বিতীয় সেমিফাইনালে ২৩ ডিসেম্বর টাউন ক্লাব ময়দানে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি এবং কল্যাণী ওয়ারিয়র্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here