বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দল ঘোষিত, নেতৃত্বে অভিমন্যু

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ১৯ ডিসেম্বর: বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দল ঘোষিত। নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ। দলে সুযোগ দেওয়া হয়েছে বাংলার অনূর্ধ্ব ১৯ অধিনায়ক চন্দ্রহাস দাশকে। অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করা উইকেটকিপার সুমিত নাগ, রবি কুমারও বাংলার বিজয় হাজারে ট্রফির দলে রয়েছেন।

এলিট পর্যায়ে বাংলা রয়েছে গ্রুপ বি-তে। ২৪ ডিসেম্বর রাজকোটে বিদর্ভ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলা। এরপর বাংলার প্রতিপক্ষ যথাক্রমে বরোদা (২৬ ডিসেম্বর), চণ্ডীগড় (২৯ ডিসেম্বর), জম্মু ও কাশ্মীর (৩১ ডিসেম্বর), অসম (৩ জানুয়ারি), হায়দরাবাদ (৬ জানুয়ারি) ও উত্তরপ্রদেশ (৮ জানুয়ারি)।

ঘোষিত বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, সুমিত নাগ (উইকেটকিপার), চন্দ্রহাস দাশ, শাহবাজ আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সায়ন ঘোষ, রবি কুমার, আমির গণি, বিশাল ভাটি, অঙ্কিত মিশ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here