এই সমস্ত ছবি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। আবার এমন অনেক ছবি রয়েছে সেগুলি আপনার বাড়িতে থাকলে জীবনে নানা সমস্যা আসতে পারে।
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং বাস্তুত্রুটি কাটাতে চান তাহলে বাড়িতে এই ছবিগুলি রাখতেই পারেন। দেখুন বাড়িতে কোন কোন ছবি রাখা অত্যন্ত শুভ।
ঘোড়া দৌড়াচ্ছে
যদি আপনি কর্মজীবনে এগিয়ে যেতে চান, তাহলে কাজের জায়গায় ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি রাখুন। এতে আপনি আরও জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে এটি বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হবে। অন্য কোনও দিকে লাগাবেন না। এতে আপনার কেরিয়ারে খুব উন্নতি হবে।
বুদ্ধের ছবি লাগান
যদি পরিবারের সুখ, শান্তি বজায় রাখতে চান তাহলে বাড়ির পূর্ব ও উত্তর দিকে বুদ্ধের ছবি লাগান। আর দক্ষিণ দিকে ময়ূরের পালক লাগাতে পারেন। এতে কিন্তু আপনার জীবনে সুখ, শান্তি বাড়বে। সেই সঙ্গে পরিবারে সুখ লেগে থাকবে আপনার। যদি পারেন উত্তর-পূর্ব দিকে পদ্ম ফুলের ছবি লাগাতে পারেন আপনি। এতে দেবীর লক্ষ্মীর কৃপাও থাকবে আপনার উপর।
পাহাড়, জলপ্রপাতের ছবি
যদি আপনি বাড়িতে পাহাড়, জলপ্রপাত কিংবা ঝর্ণার ছবি রাখেন, তাহলেও কিন্তু শুভ। এটি আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালে লাগাবেন। জলপ্রপাতের ছবি বাড়ির পূর্বদিকে লাগানো শুভ। এই ছবি লাগালে আপনার আয়ের নতুন পথ খুলবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি।
দেবতার ছবি
বাড়িতে ভগবানের ছবি লাগাতে পারেন। তবে অবশ্যই এই ছবি ডাইনিং রুমে বা ঠাকুর ঘরে রাখবেন। এই ছবি বাড়িতে লাগালে আপনার জীবনে শান্তি লেগে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আর্থিক দিকেও লাভ হবে আপনার। মনের ইচ্ছা পূরণ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি।