“এটা আমার দ্বিতীয় বাড়ি”, কলকাতা ম্যারাথনে নামার আগে আবেগাপ্লুত জসুয়া

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ ডিসেম্বর: শহরবাসীর প্রহর গোনার পালা কার্যত শেষের পথে। আর মাত্র এক দিন পর শুরু হয়ে যাবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। রবিবার রেড রোডে ভোর ৫.৪৯ নাগাদ শুরু হবে ২৫কে রান এবং বিজয় দিবস ট্রফি। চলতি বছর ১০ বছর পূর্ণ করল টাটা স্টিল আয়োজিত এই কলকাতা ম্যারাথন। যেখানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত উগান্ডার কিংবদন্তি দৌড়বিদ জসুয়া চেপতেগেই।
নিজের দেশের হয়ে দু’বার অলিম্পিক পদকজয়ী এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আগামী রবিবার রেড রোডে আয়োজিত টাটা স্টিল কলকাতা ম্যারাথনে অংশ নেবেন। কলকাতা ম্যারাথনের ২৫কে রানে অংশগ্রহণ করবেন জসুয়া।
ভারতে এই প্রথম নয়, একাধিকবার এসেছেন উগান্ডার দৌড়বিদ। পেশাদার জীবনের বেশ খানিকটা সময় এই দেশে কেটেছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে জসুয়া জানান, “ব্যাঙ্গালোর ১০কে ম্যারাথনে পদক জিতেছি। আমার কেরিয়ারের অনেকটা সময় এখানে কেটেছে। ফিটনেস সমস্যায় ভুগছিলাম, সেই সময় আমার ম্যানেজার ভারতে ম্যারাথনে অংশগ্রহণ করার কথা জানায়। বারবার জিজ্ঞাসা করতাম ভারতের ম্যারাথন কেন? যদিও পরে বিষয়টা বুঝতে পারি। ভারতীয়দের ব্যবহার, এখানকার পরিবেশ, দৌড়ানোর ট্র্যাকগুলো আমার খুব পছন্দের। ভারত আমার কাছে সেকেন্ড হোম।ব্যাঙ্গালোর ম্যারাথনে পদক জয়ের পর কলকাতা ২৫কে ম্যারাথন আমার জন্য সহজ হবে না। নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।” জসুয়া ছাড়াও চলতি বছর আন্তজার্তিক বিভাগে অংশগ্রহণ করতে চলেছেন আলফোনস ফেলিক্স সিম্বু, ইথিওপিয়ার সুতুমে কেবেদে’র তারকারা। অন্যদিকে ভারতীয় দৌড়বিদদের মধ্যে রয়েছেন গুলবির সিং, সঞ্জীবনী যাদব এবং সীমা’র মতো তারকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here