
নিজস্ব সংবাদদাতা ,কলকাতা, ১৭ ডিসেম্বর: বড়দিনের আগে শহরবাসীর জন্য ম্যারাথনের অন্যতম সবচেয়ে ইভেন্ট আয়োজিত হতে চলেছে রেড রোডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রোড রেসের তকমা পাওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা সফলভাবে আয়োজনের জন্য সর্বাত্মক ভাবে প্রস্তুত। প্রায় তেইশ হাজার অ্যাথলিট ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই প্রতিযোগিতায়। মোট ১,৪২,২১৪ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার রোড ম্যাপ ঘোষনা হল মঙ্গলবার। হাজির ছিলেন রেস ডিরেক্টর অলিম্পিয়ান হিউ জোনস। তাঁর মতে, “এবারের রুটটি আগের চেয়ে আলাদা ও বেশি চ্যালেঞ্জিং। তবে অনুকূল আবহাওয়া ও ভোরের স্টার্ট দৌড়বিদদের সুবিধা দেবে।” একই সঙ্গে তিনি অভিভূত এই দৌড় গোল্ড লেবেল তকমা পাওয়ায়। এবার পুরুষ ও মহিলা বিজয়ীদের জন্য সমান পুরস্কারের নীতি বজায় রাখা হয়েছে।প্রোক্যাম ইন্টারন্যাশনালের উদ্যোগে এই দৌঁড়ের দশম সংস্করণ উপলক্ষে ২৫ কিমি রেসে ১:১১:০৮ বিশ্বরেকর্ড ভাঙলে অতিরিক্ত ২৫,০০০ মার্কিন ডলার বোনাস পাবেন। পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে সেরা তিনজন অপেশাদার পুরুষ ও মহিলা দৌড়বিদ যথাক্রমে ৩৫,০০০, ২৫,০০০ ও ১০,০০০ টাকা করে পুরস্কার পাবেন। প্রতিযোগীদের জন্য থাকছে বারোটি ওয়াটার স্টেশন। থাকছে ১৪ টি মেডিকেল ক্যাম্প,১৪টি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ২০০ জন। বিদেশ এবং দেশের বিভিন্ন কোন থেকে ইতিমধ্যেই দৌড়বিদরা শহরে আসতে শুরু করেছেন।



