
দুরন্ত জয় পেল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। বেঙ্গল সুপার লিগের চতুর্থ ম্যাচে এফসি মেদিনীপুরের মুখোমুখি হয়েছিল তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ৩-১ গোলে বড় জয় তুলে নেয় ব্যারেটো বাহিনী।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর এই খেলার সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে থাকতেন ব্যারেটো। এবার বেঙ্গল সুপার লিগে নিজের কোচিং কেরিয়ার শুরু করলেন ‘সবুজ তোতা’। মঙ্গলবার কোচ হিসেবে তাঁর অভিষেক ম্যাচ ছিল, যেখানে পিছিয়ে পড়েও ২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছেন তাঁরা।
এ দিন শৈলেন মান্না স্টেডিয়ামে প্রথমে ব্যান্ড শো এবং উত্তম দাসের জাগলিং-এর পর ম্যাচ শুরু হয়। প্রথম মিনিটে সুদীপ কুমারের গোলে পিছিয়ে পড়ে হাওড়া। প্রথমার্ধে খুব একটা ছন্দে দেখা যায়নি ব্যারাটোর ছাত্রদের। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাওলো সিজার। ৫৫ মিনিটের মাথায় সমতাসূচক গোলটি হয় তাঁর সৌজন্যে। ৬৭ মিনিটের মাথায় হাওড়া’কে এগিয়ে দেন পাওলো। ম্যাচের এই তৃতীয় গোলটি হয় পেনাল্টিতে। এরপর ৮৫ মিনিটের মাথায় মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কৌস্তব দত্ত। এই সুবাদে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় হাওড়া। এ দিন ম্যাচের সেরা হন কৌস্তব।



