শুরু হয়ে গেল ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

ঢাকে কাঠি পড়ল ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়া (এইচএআই)-এর তত্ত্বাবধানে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএসএইচএ) এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। চুঁচুড়ায় সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকেই আসর বসল ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের। হুগলির নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা ছাড়া আরও তিনটি কোর্ট তৈরি করা হয়েছে। শুধুমাত্র বাংলা নয়, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, বাংলা, চণ্ডীগড়, ছত্তিশগড়, দমন ও দিউ, দিল্লি, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রেলওয়েজ থেকে দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়।

জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলিকে মোট আটটি পুলে ভাগ করা হয়েছে। প্রতিটি পুল থেকে শীর্ষস্থানীয় দুটি দল টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাবে। এখানেই শেষ নয়, প্রতিযোগিতার শীর্ষস্থানীয় আটটি দল জাতীয় গেমস’এ খেলার সুযোগ পাবে। সেই সঙ্গে ভাল পারফরম্যান্স করা খেলোয়াড়রা সরাসরি সুযোগ পেতে পারেন এশিয়ান গেমসের জন্য তৈরি ভারতীয় দলেও। উল্লেখ, এবারের জাতীয় গেমসের আসর বসছে মেঘালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here