
কৌশিক চক্রবর্তী
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫:
শেষ পর্যন্ত পোডিয়ামে ফিনিশ নিশ্চিত করল ভারত। বুধবার যুব হকি বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল পি আর শ্রীজেশের দল। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে প্রথম তিন কোয়ার্টারে ০-২ গোলে পিছিয়ে থাকা ভারত চতুর্থ কোয়ার্টারে ৪ গোল দিয়ে ৪-২ ব্যবধানে জিতে নেয় ম্যাচ।
ভারতীয় দলের ফোকাস সাময়িকভাবে নড়ে গিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে পরাজিত হওয়ার পর। একটা হার এই দলের মনোবল ভেঙে দিতে পারে না, দেখিয়ে দিলেন প্রিন্সদীপ সিং, সারদানন্দ তিওয়ারি। যেই ভুলগুলির শুধরানোর কথা জার্মানি ম্যাচের পর তরুণ দলকে জানিয়েছিলেন পি আর শ্রীজেশ, সেই ভুলের পুনরাবৃত্তি আর এই ম্যাচে দেখা যায়নি। এখান থেকেই বোঝা যায় কত দ্রুত উন্নতি করছে আগামী দিনে ভারতীয় হকির ভবিষ্যৎ। যদিও এদিন প্রথমেই পিছিয়ে পড়েছিল ভারত। তবে, যুব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের কোন সমস্যাই হয়নি তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনাকে পর্যুদস্ত করতে।
তিন মিনিটের মাথায় নিকোলাস রড্রিগ্রেজ গোল করে এগিয়ে দেন লিওনেল মেসির দেশকে। ৪৪ মিনিটে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান ২-০ করেন সান্তিয়াগো ফার্নান্দেজ। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতীয় দলের এই স্কোরলাইন দেখে অনেকেই হতাশ হয়ে গ্যালারি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
যাঁরা ম্যাচ শেষ হওয়ার আগেই হতাশ হয়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তাঁরা নিশ্চিতভাবে আফসোস করবেন তরুণ ভারতীয় হকি দলের দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী না থাকতে পেরে।
শেষ কোয়ার্টারে ৪ গোলের প্রথমটি ভারত দেয় ৪৯ মিনিটে। অঙ্কিত পালের সৌজন্য ব্যবধান কমায় ভারত। ৫২ মিনিটে ভারত’কে সমতায় ফেরান মনমীত সিং। ৫৭ মিনিটে প্রথম বারের জন্য ম্যাচে লিড নেয়। গোলটি করেন সারদানন্দ তিওয়ারি। ৫৮ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক পুঁতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন আনমোল এক্কা।



