
চেন্নাই, ৯ ডিসেম্বর:
যুব হকি বিশ্বকাপে ভারতের খেতাব দৌড় শেষ হলেও টুর্নামেন্ট থেকে পদক জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। ভারতের সামনে সুযোগ রয়েছে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জেতার। সেই লক্ষ্যে বুধবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে পি আর শ্রীজেশের ছাত্ররা।
২০১৬ সালে লখনউ-এ শেষ বার জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু গত রবিবার দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে ১-৫ ব্যবধানে পরাস্ত হতে হয় তাদের। যদিও ভারতের লড়াই খুব কিন্তু সহজ হবে না কারণ আর্জেন্টিনা সেমিফাইনালে পরাজিত হলেও তারা ভাল হকি উপহার দিয়েছিল।স্পেনের বিরুদ্ধে হারের ফলে ২০০৫ এবং ২০২১ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও চাইবে খালি হাতে দেশে না ফিরতে।
সাতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে একাধিক ছোট ছোট ভুলের খেসারত দিতে হয়েছিল ভারতকে। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ভুল করলে খেতাবের স্বপ্ন অধরাই রয়ে যাবে ভারতীয় দলের। ভারতীয় যুব হকি দলের কোচ ম্যাচ শেষে বলেছিলেন, “জার্মানির বিরুদ্ধে যে পরিকল্পনা করা হয়েছিল তার প্রতিফলন মাঠে ঠিক মতো করতে পারেনি ছেলেরা। এরা এখনো শিখছে, আগামী দিনে এই ভুলগুলো থেকেই শিক্ষা নেবে। ওরা যেমন শিখছে আমিও কোচ হিসাবে শিখছি। আমি সদ্যই অবসর নিয়ে কোচিং-এ এসেছি। আমার নিজের অনেক কিছু শেখার আছে। আমি আশা রাখি আগামী দিনে এই দলটাই দেশকে গর্বিত করবে।”
তাঁর আরও সংযোজন, “খেলার ফল ১-০ হোক কিংবা ১০-০, রেজাল্ট একই। কিন্তু বিষয় হলো আমরা কিভাবে গোল হজম করছি। এটা দলগত খেলে এবং এখানে দলগত এফোর্ট প্রয়োজন। ডিফেন্স’কে শক্ত সুযোগ তৈরি করা এবং অ্যাটাক করা- এই মন্ত্রেই আমি বিশ্বাসী। আমরা নিজেদের পাওয়ার সুযোগগুলো কাজে লাগাতে পারছি না।”
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতীয় দলকে জিততে হলে ডিফেন্স-এর ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি কাজে লাগাতে হবে পেনাল্টি কর্নারগুলিও। তবে, মাঝের দু’দিনে ভারতীয় দল যে ভাবে প্রস্তুতি নিয়েছে তাতে আর্জেন্টিনার বিরুদ্ধে নিজেদের উজাড় করে দেশবাসীকে আনন্দ দেওয়ার ক্ষেত্রে কোনো খামতি রাখবে না আশা করাই যায়।



