
কলকাতা, ৯ ডিসেম্বর: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৩-১৪ ডিসেম্বর ফর্মুলা ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে। চলতি মরসুমে রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গিয়েছে ফর্মুলা ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ (F4IC)। এখনও পর্যন্ত ১৫৮ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছেন ১৫ বছর বয়সী কেনিয়ান প্রতিভা শেন চন্দারিয়া (চেন্নাই টার্বো রাইডার্স)। ১৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফরাসি ড্রাইভার স্যাশেল রটে (কিচ্চাস কিংস বেঙ্গালুরু)। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় তারকা ইশান মাদেশ (কলকাতা রয়্যাল টাইগার্স)। তাঁর সংগ্রহ ১২৭ পয়েন্ট।
মাদ্রাজের ইন্টারন্যাশনাল সার্কিটে অত্যন্ত কঠিন চ্যালেজের মুখোমুখি হতে পারেন ড্রাইভাররা। এই ট্র্যাকের কুইক কর্নার এবং ব্রেকিং জোনগুলিতে সামান্য ভুলেরও বড় মাশুল গুনতে হয়। তাই খুব স্বাভাবিক ভাবেই বলা যায়, চেন্নাইয়ের এই ট্র্যাকের প্রত্যেকটি ল্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



