গুরুতর আহত প্রশান্ত চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ৩ ডিসেম্বর: গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিন প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের খেলা প্রশান্ত চক্রবর্তী। কয়েকদিন আগে ব্রাঞ্চ অফিস থেকে ফেরার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন প্রশান্ত। বর্তমানে আন্দুল রোড সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি।

দক্ষ ফুটবলার হিসেবে খেলোয়ার জীবনেই ব্যাঙ্কের চাকরি পান প্রশান্ত। এতদিন মৌলালিতে পোষ্টেড থাকলেও সম্প্রতি প্রশান্তর উপর দিয়ে দেওয়া হয়েছে একাধিক ব্রাঞ্চ এ গিয়ে কাজ সামলানোর দায়িত্ব। সরকারি বা বেসরকারি সংস্থা নিজেদের প্রয়োজন মতো কর্মীর ব্যবহার করতেই পারেন কিন্তু আমাদের একটাই অনুরোধ প্রশান্তর মতো স্পোর্টস কোটায় যাঁরা চাকরি পেয়েছেন তাঁরা দক্ষ ক্রীড়াবিদ বলেই চাকরিটা পেয়েছেন। এই ধরনের ক্রীড়াবিদরা ভারতীয় ফুটবলের গৌরব। তাঁদের আরো বেশি সম্মানের এবং একটি ব্র্যাঞ্চে রেখে দফতরের কাজ দেওয়া হলে অন্তত ফুটবলের আকাল বাজারে মর্মান্তিক খবরগুলি সামনে আসবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here