ধর্মতলার অনশনমঞ্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। কেমন আছেন তাঁরা, সোমবার সেই সংক্রান্ত রিপোর্ট দিলেন চিকিৎসকেরা। রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলস্ত্য আচার্য। তাঁর অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের মেডিসিনের বিভাগীয় প্রধান জয়দীপ দেব। অনুষ্টুপের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আগের থেকে। অনিকেত এখনও দুর্বল। সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড বসবে। সেই সঙ্গে বেশ কিছু পরীক্ষাও করা হবে।

অনিকেত, অনুষ্টুপর পর রবিবার রাতে ধর্মতলার মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন পুলস্ত্য। সন্ধ্যা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। পেটে ব্যথা শুরু হয়েছিল। সঙ্গে বমি ভাব ছিল। অনশনমঞ্চে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন। দেখা যায়, মূত্রে কিটোন বডির পরিমাণও বেড়েছে। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার চিকিৎসক জয়দীপ দেব জানান, রাতে যখন পুলস্ত্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, তখন খুবই আশঙ্কাজনক ছিল তাঁর শারীরিক অবস্থা। পুলস্ত্যর রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক নেমে গিয়েছিল। কিন্তু দ্রুত চিকিৎসার ফলে তাঁর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের দিকে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here