মাকড়সা, এটা নিতান্তই একটা কীট। কিন্তু এই নামটাই যথেষ্ট কারও কারও পিলে চমকে দিতে। অনেকেই ভয় পান মাকড়সা। বাথরুম থেকে রান্নাঘর, প্রায় সর্বত্রই দেখা মিলে এই কীটের বীরদর্পে হেঁটে বেড়ানোর। অনেকে আবার চেষ্টাও করেন এদেরকে তাড়াতে। অনেকে তাড়িয়েও দেন, কিন্তু তাতে সাময়িক শান্তি মিললেও মাকড়সার হাত থেকে দীর্ঘস্থায়ী মুক্তি পাওয়া যায় না।

তাহলে উপায় কী? কীভাবে চিরতরে মাকড়সা বিদায় করবেন আপনার ঘর থেকে? উপায় আছে। যার ব্যবহারে খুব সহজেই আপনার যমের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি। জেনে নিন কী সেই মুশকিল আসান।-

পুদিনা পাতার গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা জল ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। তারপরে সেটি স্প্রে বোতলে ভরে ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। পুদিনা পাতার বদলে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন।

ঘর থেকে মাকড়সার তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনেগার বেশি কার্যকরী। ভিনিগারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সা ঘেঁসবে না আপনার বাড়িতে। এছাড়া কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হতে পারে এমনসব জায়গাগুলোতে স্প্রে করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here