অনেক সময়েই নানা অসাবধানতার কারণে আমরা চাবি হারিয়ে ফেলি। অনেকের কাছে ডুপ্লিকেট চাবি থাকে। তবে অনেক সময় এমন হয় যে চাবিটিও আপনার কাছে নেই, অথচ আপনার তালাটা খোলা ভীষণ জরুরি। সেক্ষেত্রে চাবি ছাড়াও আপনি তালা খুলে ফেলতে পারেন এই সহজ উপায়ে।
সামান্য একটা দেশলাই বাক্সর সাহায্যেই আপনি খুলে ফেলতে পারেন যে কোনও তালা। জেনে নিন কীভাবে করবেই এই মুশকিল আসান…
• প্রথমেই একটি কাঠি বাদে সব দেশলাই কাঠিগুলোর ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া বারুদ একটি কাগজে মধ্যে সংগ্রহ করে রাখবেন।
• এবার কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটার মধ্যে ঢেলে দিতে হবে।
• তারপর চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদযুক্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
• এর পরে পুরো দেশলাই কাঠিটির বারুদে আগুন দিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।
• বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে। এরপর হালকা একটি বিস্ফোরণের মাধ্যমে তালা খুলে যাবে।
তবে বিশেষ দ্রষ্টব্য, এই পদ্ধতিতে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতে হবে। তবে কোনও অসামাজিক কাজে এই পন্থা ব্যবহার না করাই শ্রেয়।