মানব কল্যাণের উদ্দেশ্যে আরও একটি বিরাট উদ্যোগ নিতে চলেছে উত্তর কলকাতার উদয়ের পথে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই বর্তমানে গোটা রাজ্যে উৎসবের আবহ। তবে এ সবের মধ্যেও অসংখ্য রোগী এবং তাঁর পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে রক্তের প্রয়োজনে। ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সংরক্ষিত নেই। সেই কারণে উৎসবের মাঝেও রক্তদান শিবিরের আয়োজন করেছে উত্তর কলকাতার উদয়ের পথে।
সাধারণত জন-জাতির উদ্দেশ্যে অতীতে একাধিক সমাজকল্যাণমূলক কাজ করেছে এই সংস্থা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী রবিবার(১৩ অক্টোবর) অর্থাৎ দশমীর দিন হেদুয়া পার্কে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে ওই সংস্থাটি। ভবিষ্যতকে সুন্দর করে তুলতে হলে, উদ্যোগ নিতে হবে প্রত্যেককেই। তাই মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসতে পারেন আপনিও। রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে এই রক্তদান শিবির। প্রত্যেক বছর সমাজের কল্যাণে নানাবিধ কাজ করে থাকে উত্তর কলকাতার উদয়ের পথে নামক সংস্থাটি। কিন্তু ভুলে গেলে চলবে না সমাজের জন্য ভাল কাজ করতে হলে শুধুমাএ সংস্থাগুলি এগিয়ে আসলেই হবে না, দায়িত্ব নিতে হবে সকলকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here