দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে। সারা বিশ্বের বাঙালি বছরভর অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। এই সময় শরতের আকাশ, পেঁজা তুলোর মেঘ, শিউলির আঘ্রাণ, পদ্মের সৌন্দর্য্য আর আনন্দ আকুল মানুষের –সবাই দেবী দুর্গাকে মর্ত্যধামে স্বাগত জানায়। আজ দুর্গাপুজোর ষষ্ঠী তিনি। এই দিন বিশেষ কয়েকটি কাজ করলে খুব উপকার পাওয়া যায়।

১) ষষ্ঠীর দিন আপনি নিরামিশ যে খাবার খেতে সবচেয়ে বেশি ভালবাসেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান।

২) ষষ্ঠীর দিন একটা কলাপাতায় পাঁচ রকম ফল, এক ডজন কলা ও পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন। পুজো শেষে এই প্রসাদগুলো বিতরণ করে দিন। এই প্রসাদ আপনি নিজে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না।

৩) এই দিন বাড়িতে ২১ জন পুরোহিতকে সেবা করুন।

৪) ষষ্ঠীর দিন বাড়িতে সাতজন শিশুকে ডেকে এনে সধ্যমতো কিছু দান করুন।

৫) একটা রুপার মুদ্রা এবং একটা পদ্ম ফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন। পুজো শেষে পদ্মটি মায়ের চরণেই থাকুক, মুদ্রাটি বাড়িতে এনে লকারে রেখে দিন।

৬) ষষ্ঠীর দিন একটা মাটির পাত্রের মধ্যে পাঁচটি ফল, মিষ্টি, লবঙ্গ, সাদা ফুল এবং কিছুটা আতপচাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন। পরের দিন একটি লাল কাপড়ে শুধু আতপচালটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখুন। বাকি সামগ্রী জলে ভাসিয়ে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here