দুর্গাপুজোতেও যে বৃষ্টি পিছু ছাড়বে না তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ যায়নি কলকাতাও। সেখানেও সন্ধার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলা হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বর্তমানে সেই নিম্নচাপ অঞ্চলের প্রভাব কমেছে।