সব পাতার মতো কালোমেঘও আমাদের অতি-পরিচিত। তবে এই পাতা খুবই উপকারী। এটি একটি ভেষজ উদ্ভিদ। কালমেঘ বা এন্ড্রোগ্রাফিস জল চুলাটা, যার উল্লেখ প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া যায়। এর নিয়মিত সেবন নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে। আজ তাহলে জেনে নেওয়া যাক এর কিছু অসাধারণ গুণাগুণ সম্পর্কে-
১) ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য কালোমেঘের তুলনা হয় না। কারণ, কালোমেঘের পাতা রস করে খেলে ক্যান্সারের কোষগুলি বাড়তে দেয় না।
২) এই গাছের পাতা সিদ্ধ করে কোনও ক্ষতস্থানে লাগিয়ে দিলে খুব শীঘ্রই ভাল হয়ে যায়।
৩) কোষ্ঠ্যকাঠিন্য হলে এই পাতার রস প্রতিদিন সকালে খান। দেখবেন কমে যাবে।
৪) এই পাতা গরম জলে মিশিয়ে ছেকে খেলে জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা-গলা বসে যাওয়া থেকে সহজেই ভাল করে তোলে।