পুজো সকলের, তাই উৎসবও সবার। এদিকে পুজোর আগে বৃষ্টির জেরে বঙ্গে প্রবল বন্যা দেখা দিয়েছিল। বহু মানুষ হয়েছেন গৃহহীন, পুজো নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন সেই সব মানুষগুলির চোখে এখন শুধুই অশ্রু। তাই বন্যাকবলিত এলাকায় এবার একরাশ আনন্দ নিয়ে পৌঁছে গেল উত্তর কলকাতা উদয়ের পথে। রবিবার বন্যাকবলিত এলাকাগুলিতে অন্ন আর বস্ত্রের যোগান নিয়ে পৌঁছে গিয়েছিল এই সংস্থাটি।

এ বঙ্গ দুর্যোগ তো কম দেখেনি, আয়লা থেকে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। যখনই এমন পরিস্থিতি এসেছে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উদয়ের পথে। বাংলার প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে গিয়েছেন এই সংস্থার সদস্যরা। এবারও তার অন্যথা হল না।

রবিবার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত বন্যাকবলিত অন্তত ২০০টি পরিবারের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়েছে উদয়ের পথে। তাদের এই উদ্যোগে পাশে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নিউ সরস্বতী স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ উদ্যোগ রূপায়ণে সাহায্য করেছে শাশ্বত সুচেতন গ্রামীণ পাঠাগার। খাবারের প্যাকেট, জামা কাপড় ছাড়া মিশর ধূপ, জল, শুকনো খাবার টুকে দেওয়া হয়েছে বন্যাকবলিতদের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here