দেবীপক্ষে কুলতলিতে ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারের। এই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন পুলিশ দোষীর ফাঁসি তিন মাসের মধ্যে সুনিশ্চিত করতে পারবে।

কাল কল্যাণী জেএনএম হাসপাতালে জয়নগরের নির্যাতিতার ময়নাতদন্ত করবেন এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা। সকাল ১১টা ৪৫ মিনিটের মধ্যে মৃতার দেহ নিয়ে যেতে হবে পুলিশকে। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন বারুইপুর আদালতের এসিজেএম। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

কলকাতা হাইকোর্টে এদিন মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বিচারপতির জানতে চান, মৃতার সুরতহাল রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিত থাকলেও পুলিশ কেন পকসো আইনে মামলা রুজু করেনি? পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। পকসো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের শুনানিতে এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী সিবিআই তদন্তের দাবি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে তিনটি ফাঁসির অর্ডার হয়েছে। কুলতলির ঘটনাও পুলিশ পকসো করে ফাঁসির অর্ডার তিন মাসের মধ্যে নিশ্চিত করবে। অপরাধীর কোনও ধর্ম, বর্ণ, জাতি হয় না। যে ক্রাইম করবে স্ট্রং অ্যাকশন হবে। যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, আরও বেশি করে করুন। এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে দু-একটা ঘটনা ঘটলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত, অধিকার আছে। তবে অন্য রাজ্যে একইরকমের ঘটনা ঘটলে তাঁরা মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে থাকেন।

মমতা মনে করেন, ইউটিউব, সিনেমা, সিরিয়ালের কারণেই অপরাধমূলক ঘটনা ঘটছে। তিনি বলেন, ইউটিউবে বাজে বাজে ভিডিও দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে। আমি ওদের দোষ দিই না। সিরিয়ালগুলিতে ক্রাইম দেখায়। আমি বলি, দেখাবে না, কারণ অন্যরা তা ফলো করে। কারও দায়বদ্ধতা নেই! দায়িত্বশীলতা নেই! শুধু পুলিশ আর আমাকে গাল দিলেই হবে? দায়িত্ব কোথায়?

মুখ্যমন্ত্রী বলেন, সিনেমার সিন ক্রাইমে ভর্তি। আমি চাই বাংলা সিনেমা বাড়ুক। তবে আমি নিজে সিরিয়ালে ক্রাইম দেখতে পারি না, বন্ধ করে দিই। সমাজকে অবক্ষয়ের পথে ঠেলে দেওয়া হচ্ছে। কেউ কোনও কাজ না করে, জগতের সব অপরাধ করে বড় বড় স্টার হয়ে গিয়েছে। আমি বলি, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার নয়। ডাঙ্কেল, ডাঙ্কেল, ডাঙ্কেল স্টার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here