যে কোনও প্রাণীরই মৃত্যু হতে পারে সাপের বিষের কারণে।তবে এ বিশ্বে এমন একটি প্রাণী রয়েছে যার কাছে হার মেনে যায় সাপের বিষ। সেটি হল বেজি। বোঝাই যাচ্ছে, এই প্রাণীটি হল সাপের শত্রু। সেই জন্যই প্রবল শত্রুতা বোঝাতে সাপে নেউলে কথাটি ব্যবহার করা হয়।
সাপ কামড়ানোর পরেও বেজির কিন্তু মৃত্যু হয় না। সাপের সাথে লড়াই করে বেঁচে যায় বেজি। তবে প্রশ্ন হল কেন সাপের ছোবলে মৃত্যু হয় না বেজির।আসলে বেজির শরীরে এক ধরনের বিশেষ গ্লাইকোপ্রোটিন রয়েছে, যা সাপের সামান্য পরিমাণ বিষকে নির্বিষ করতে পারে। এটি বেজির অন্যতম বড় শক্তি। তবে, সাপ যদি সম্পূর্ণ শক্তি দিয়ে বিষ ঢেলে দেয়, তখন বেজির বেঁচে থাকা অসম্ভব।
সাপ যখনই ছোবল মারার চেষ্টা করে, বেজি তার অসম্ভব দ্রুতগতিতে নিজেকে সরিয়ে নেয়, আর ঠিক সেই মুহূর্তে সাপের আক্রমণ ব্যর্থ হয়ে যায়। এছাড়া বেজির লোমও একটা ব্যাপার। বেজির ঘন ও পিচ্ছিল লোম সাপের ছোবলকে পুরোপুরি কার্যকর হতে দেয় না। সাপের বিষাক্ত দাঁত ঠিকমতো বেজির ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না।
এই লড়াইয়ে বেজির সবচেয়ে বড় কৌশল হলো সাপকে ক্লান্ত করা। বারবার আক্রমণ করে সাপ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখনই বেজি তার সুযোগ কাজে লাগায়।