রাত পোহালেই মহালয়া। তার সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে দেবীপক্ষ। মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়। পুরাণ মতে, কেউ যদি পিতৃদোষে ভুগে থাকেন তাহলে মহালয়া অমাবস্যার দিন অবশ্যই পিতৃপুরুষদের তর্পণ নিবেদন করা উচিৎ।
মহালয়া অমাবস্যাকে পূর্বপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। মহালয়া অমাবস্যা সর্ব পিতৃ অমাবস্যা নামেও পরিচিত। এ বছর মহালয়া অমাবস্যা ২ অক্টোবর বুধবার।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মহালয়া অমাবস্যা নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এটি নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। আশ্বিন মাসের অমাবস্যা তিথি শুরু হবে ০১ অক্টোবর, ২০২৪-এ রাত ০৯ টা ৩৮ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ অক্টোবর রাত ১২ টা ১৯ মিনিটে।
মহালয়া অমাবস্যায়, সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এর পরে, দক্ষিণ দিকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। এরপর বাড়িতে সাত্ত্বিক খাবার তৈরি করুন, পিতৃপুরুষের নামে খাবার বের করে দক্ষিণ দিকে রাখুন। এরপর ব্রাহ্মণ, গরীব, গরু, কুকুর, কাককেও খাবার খাওয়ান। পাশাপাশি সন্ধ্যায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান।