অনেকেরই মুখে কালো কালো দাগ, ছোপ থাকে। নিয়মিত যাঁরা বাইরে বেরোন তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। কারণ তাঁদের ক্ষেত্রে সূর্যের ক্ষতিকারক তীব্র রশ্মি দীর্ঘ দিন ধরে এই রশ্মি ত্বকে এসে পড়ার ফলে মুখে দাগছোপ, মেচেতার মতো সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। এছাড়া জলের ঘাটতি থাকলে বা শারীরিক কোনও জটিলতা থাকলেও মুখে কালো দাগ হতে পারে। নামীদামী ফেসওয়াশ বা প্রাসাধনী ব্যবহারের পরও অনেকসময় এই সমস্যা কাটে না। আর সবার পক্ষে সর্বদা এইসব বহুমূল্য দ্রব্য ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কাজে আস্তে পারে ঘরোয়া টোটকা। দেখে নিন কী করলে নিমেষেই উঠে যাবে মুখের কালো দাগ-
টম্যাটো বাটা- সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা দূর করতে টম্যাটো অব্যর্থ। প্রতিদিন স্নানের আগে ১৫ থেকে ২০ মিনিট টম্যাটোর রস মুখে মেখে রাখুন দাগ একেবারে উধাও হয়ে যাবে।
মুসুর ডালের প্যাক- প্রতিদিন স্নানের আগে সামান্য পরিমাণ মুসুর ডাল বাটা মুখে মেখে রাখুন। মুখে কালো দাগছোপ তো দূর হবেই, সঙ্গে ব্রণও কমবে।
হলুদের প্যাক- ১ চামচ দই, ১ চামচ বেসন এবং আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।