আমরা প্রতিদিনের জীবযাত্রায় প্রায়শই OK কথাটি বলে থাকি। শুধু OK কেনো, এমন অনেক কথাই শুনি যার ফুলফর্ম হয়ত জানি না। স্কুল কলেজ হোক কিংবা অফিস আদালত ‘OK’ শব্দটি সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ। ৯৯ শতাংশ মানুষই এই শব্দটির ফুল ফর্ম জানেন না। চলুন এর ফুল ফর্ম কী জেনে নিই।
‘OK’ শব্দটির ফুল ফর্ম হল ‘Oll Korrect’ বা ‘Olla Kalla’। এগুলি হল গ্রীক শব্দ।
লাতিন শব্দের সংকোচিত রূপ i.e / e.g। i.e-র ফুল ফর্ম id est। অন্যদিকে e.g-র ফুল ফর্ম exempli gratia।
ইংরেজিতে দ্যাট ইজ কথাটি বোঝানোর জন্য i.e ব্যবহার করা হয়ে থাকে। আবার ইংরেজিতে ফর এক্সামপেল কথাটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় e.g।
আবার PIN কথাটির ফুল ফর্ম হল Personal identification number।