আগামী বছর ইংরাজির ২০২৫ সাল। এই বছর নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ভবিষ্যদ্বক্তারা। বিখ্যাত ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস, বাবা ভাঙ্গা এবং অচ্যুতানন্দ বলে গিয়েছেন ২০২৫ সালে কী কী ঘটবে। চলুন দেখে নেওয়া যাক।

শনির গোচর

২০২৫-এর ২৯ মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে শনি। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুর্ভিক্ষ, বিস্ফোরণ, ভূমিকম্প ও মহামারীর প্রকোপ ছড়িয়ে পড়তে পারে।

রাহুর গোচর

আগামী বছর স্থান বদল করবে অশুভ গ্রহ রাহুও। এর প্রভাব ভারত-সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। রাহুর গোচরের প্রভাবে মহামারীতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। এছাড়া আবহাওয়ার বড় পরিবর্তনেও বিপদ বাড়তে পারে।

নস্ত্রাদামুসের ভবিষ্যকথন

নস্ত্রাদামুস বলে গিয়েছেন যে ২০২৫ সালের অক্টোবরে পৃথিবীর জলবায়ু পরিবর্তন ব্যাপক আকার নিতে পারে। বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধবিগ্রহে বহু মানুষের মৃত্যু হতে পারে। এর পাশাপাশি আগামী বছর এশিয়া মহাদেশের ক্ষমতার কেন্দ্রে মিশর উঠে আসবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

বাবা ভাঙ্গার ভবিষ্যকথন

বুলগেরিয়ান ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গা জানিয়েছেন যে ২০২৫ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হল পৃথিবীর জনসংখ্যা ইতিমধ্যেই ৮০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি বাবা ভাঙ্গা এও বলেছেন যে ২০২৫-এ ইওরোপে বহু মানুষের মৃত্যু হবে।

অচ্যুতানন্দের ভবিষ্যকথন

স্বামী অচ্যুতানন্দ দাসের ভবিষ্যদ্বাণী অনুসারে ২০২৫ সালে শনি মীন রাশিতে গোচর করলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম পর্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here