মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ওইদিন সাধারণত অফিস কাছারি স্কুল কলেজ বেশিরভাগই বন্ধ থাকে। তাই মঙ্গলবার ২৮৮টির পরিবর্তে সারা দিনে মোট ২৬২টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোর তরফে জানান হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে পরিষেবার সংখ্যাও থাকবে কম। অন্য দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে সব মিলিয়ে ২৮৮টি পরিষেবা চলাচল করে। মঙ্গলবার তা কমে হবে ২৬২। মোট ২৬টি মেট্রো কম পড়বে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে অন্যদিনের মতোই সকাল ৬টা ৫০ মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। দিনের শেষ মেট্রো এই দুই স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। এছাড়া ১০:৪০ মিনিটের নাইট সার্ভিস তো আছেই।  মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়ের কোনও পরিবর্তন বা পরিষেবার কোনও পরিবর্তন থাকছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here