ভয়াবহ ভোপাল গ্যাস লিকের স্মৃতি উস্কিয়ে দিল মহারাষ্ট্রের অম্বরনাথ। হঠাৎ করে শুক্রবার সকালে একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে। ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় সূত্রে খবর, গ্যাস এতটাই ছড়িয়ে পড়ে যে,চারদিকে তৈরি হয় ধোঁয়াশা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রয়োজন ছাড়া শহরবাসীকে রাস্তায় বার না হতে পরামর্শ দেওয়া হয়। রাস্তায় বের হলেও নাক, মুখ ভাল করে ঢেকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে বৈঠক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎই শহরবাসীরা গলা, নাক, চোখ এবং মুখে জ্বলন অনুভব করতে শুরু করেন। অনেকর আবার শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে শহরে গ্যাস লিকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত আসে দমকলবাহিনী এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরা।
এই ঘটনাই স্মৃতি ফিরিয়ে দিয়েছে ১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনার। ইউনিয়ন কার্বাইড কারখানায় গ্যাস লিক হয়ে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।