শরীর ভাল রাখার জন্য পুষ্টিগুণের গুরুত্ব অপরিসীম। বারো মাসই বাজারে পাওয়া যায় ডালিম। ডালিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভাল। এতে শরীরে পুষ্টিগুণ ঢোকার পাশাপাশি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। জেনে নিন নিত্যদিন ডালিম খাওয়ার উপকারিতা সম্পর্কে।

এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন, আয়রন, পটাশিয়ামের মতো পুষ্টিগুণ থাকে। ডালিম নিত্যদিন খেলে আপনার শরীর থাকবে সুস্থ, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। মস্তিষ্কও ভাল থাকবে। ডালিম খেলে আপনার শরীরের কী কী উপকারে লাগবে, দেখুন।

পেট ফোলাভাব কমবে

ডালিমে থাকে এলাজিটানিন থাকে। যা আপনার শরীরের যেকোনও অংশের ফোলাভাব কমাতে সাহায্য করবে। যা আপনার পেট ফোলা হতে পারে কিংবা হাত, পা ফোলা হতে পারে। এমনকি বাতের সমস্যা থেকে মুক্তি পাবেন।

ক্যান্সার রোগের ঝুঁকি কমবে

বিশেষজ্ঞদের মতে, যদি আপনি নিত্যদিন ডালিমের রস বা ডালিম খেতে পারেন। তাহলে আপনার ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি কমবে। শরীরে যেকোনও অংশের টিউমারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ডালিম। এই ফল খেলে শরীর সুস্থ থাকবে।

জয়েন্টের ব্যথা কমবে

ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। তাই যদি আপনার জয়েন্টে ফোলা ভাব থাকে বা হাতে পায়ে ব্যথা হয়, তাও কিন্তু কমে যাবে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। এতে কিন্তু আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেন্টরি যৌগ থাকে। যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু তাই নয়, হার্টের জন্য খুব উপকারী ডালিম। যে ব্যক্তি নিত্যদিন ডালিম খান, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে। হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন।

রক্তশূন্যতার সমস্যায় কমবে

যে ব্যক্তির শরীরে রক্তের পরিমাণ কম থাকে, যারা রক্তশূন্যতার সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই নিত্যদিন একটি করে ডালিম খাবেন। এতে কিন্তু আপনার শরীরের লোহিত রক্তকণিকাও বাড়বে। শরীর একদম ফিট থাকবে। পাবেন অনেক পুষ্টিগুণ।

বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা

যদি আপনি নিত্যদিন ডালিম খান, তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতাকে হু হু করে বাড়াতে থাকবে। হাত পায়ের ব্যথা কমাতে অবশ্যই একটি করে হলেও ডালিম খান। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here