
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ অক্টোবর: দশম সংস্করণে পা দিল জেবিজি কলকাতা ম্যারাথন। ২০১৬ সালে শহরে শুরু হওয়া এই ম্যারাথনের এক দশকের পূর্ণতায় শহরে উপস্থিত হয়েছিলেন মিলিন্দ সোমান। জেবিজি ম্যারাথনের সঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে যুক্ত বলিউড অভিনেতা। এ বার এই ম্যারাথনের মুখ তিনি।
২০১৬ সালে ৯৯ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় জেবিজি কলকাতা ম্যারাথন। ২০১৬ থেকে ২০২৫- ১০ বছরের ব্যবধানে ৯৯ থেকে সংখ্যাটা বেড়ে হয়েছে ৫০০০ জন। ২০২৫-এ জেবিজি কলকাতা ম্যারাথনের দশম সংস্করণ ঐতিহ্যশালী রেড রোডে। এইবারই প্রথম এই ম্যারাথন হতে চলেছে রেড রোডে।
১৪ অক্টোবর (মঙ্গলবার) শহরের এক পাঁচ তারা হোটেলে ইভেন্টের মুখ মিলিন্দ সোমান এবং তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের হাত ধরে উন্মোচিত হয় এই বারের ইভেন্টের টি-শার্ট এবং ফিনিশার্স মেডেল।