আরজি কর কাণ্ড নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। শিল্পী সনাতন দিন্দা প্রতিবাদ জানালেন ভিন্নভাবে। বৃহস্পতিবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি। পদত্যাগের বিষয়টি শিল্পী জানিয়েছেন সমাজমাধ্যমের পাতায়।
ফেসবুকে সনাতন দিন্দা লেখেন, ‘‘আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা, মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা, বোন নিহত ‘তিলোত্তমা’ দিন্ডা। আদি নিবাস ‘কুমারটুলী’ আরজি কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারুকলা পর্ষদের ‘কার্যকরি সদস্য ছিলাম। দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনও ভূমিকা সেখানে ছিল না। তার পরেও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।’’
২০১১ সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য সনাতন। জানা গিয়েছে শিল্পী সনাতন দিন্ডা তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদস্বরূপ এই কাজ করেছেন। সনাতন জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার পর্ষদের হোয়াট্সঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানিয়েছেন।
সনাতন তাঁর পদত্যাগের নেপথ্যে এও জানিয়েছেন তাঁর সহশিল্পীদের জন্য তিনি লজ্জিত। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলার সময় দিন্ডা বলেছেন, ‘‘চাটুকার কিছু শিল্পী বাড়িতে চুপ করে বসে রয়েছেন। অথচ তাঁদের তুলির এক আঁচড়েই কিন্তু আরও অগণিত মানুষ অনুপ্রাণিত হয়ে পথে নামতে পারেন। আমি এই শিল্পীদের ঘৃণা করতে শিখছি। যেটুকু মেরুদণ্ড অবশিষ্ট রয়েছে, তার জেরেই পদত্যাগ করেছি।’’