আপনি প্রতিদিন ব্রাশ করলেও মুখের দুর্গন্ধ থেকে অনেক সময়েই মুক্তি মেলে না। তবে এমন কিছু উপাদান রয়েছে যা এই সমস্যাও দূর করে দিতে পারে। তাই বাড়িতে থাকা ফিটকিরিই সমস্যা দূর করে দিতে পারে।
১) মুখের ভিতরে কোনও ঘা হলে তাতে ফিটকিরি লাগাতে পারেন। আবার দুর্গন্ধের সমস্যা হলে এই ফিটকিরি একেবারে ম্যাজিকের মতো কাজ করে। যদিও এই টোটকা ছোটদের উপর প্রয়োগ না করাই ভাল।
২) তবে ব্যবহার করার জন্য প্রথমে ফিটকিরি গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে নিন। এই জল ঠান্ডা হলে একটি বোতলে ভরে রাখুন। নিয়মিত এই জল দিয়ে কুলি করলে দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে যাবে।
৩) যাঁদের মাথয় উকুনের সমস্যা রয়েছে তাঁরা ফিটকিরি ব্যবহার করে দেখতে পারেন। জলে ফিটকিরি গুঁড়ো এবং টি-ট্রি ওয়েল মিশিয়ে নিন। এই জল ১০ মিনিট মাথার তালুতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন।