বাস্তুশাস্ত্রে বাড়িতে গাছ রাখা শুভ গণ্য হয়। সবুজ প্রাণ গৃহের শোভা বর্ধনের পাশাপাশি বাড়িতে নানা প্রভাবও বিস্তার করে। তবে তা যে শুধু শুভ তা কিন্তু নয়। অনেকক্ষেত্রে বেশ কিছু গাছ রয়েছে যা গৃহে রাখলে হিতে বিপরীত হয়। সেগুলি বাড়িতে রাখলে ঘনিয়ে আসে নানা বিপত্তি। দেখে নিন কোন গাছগুলি বাড়িতে মোটেও রাখবেন না-
তেঁতুল– বাস্তু মতে বাড়িতে তেঁতুল গাছ লাগানোও বর্জিত মনে করা হয়। মনে করা হয় বাড়িতে তেঁতুল গাছ লাগালে পরিবারের সদস্যরা রোগ ইত্যাদিতে ঘিরে থাকে। তাই বাড়ির বাগানে বা আঙিনায় না-লাগিয়ে দূরবর্তী কোনও স্থানে তেঁতুল গাছ লাগাবেন।
আকন্দ– শিবের প্রিয় এই ফুল। তাঁর পুজোয় বিশেষ ভাবে ব্যবহার করা হয় এই ফুল। বাস্তু শাস্ত্র মতে যে গাছ থেকে দুধের মতো পদার্থ নির্গত হয়, সেই গাছ বাড়িতে লাগালে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়।
বাঁশ– একাধিক শুভ কাজে বাঁশ ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বে এটিকে বাড়িতে বা উঠোনে লাগানো বাস্তু অনুযায়ী শুভ নয়। সাধারণত মৃত্যুর সময়ে বাঁশের ব্যবহার লক্ষ্য করা যায়। তাই এই গাছটি বাড়িতে লাগানো শুভ নয়।
অশ্বত্থ– হিন্দু শাস্ত্রে অশ্বত্থ গাছকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছের পুজো করারও বিধান রয়েছে। কিন্তু বাস্তু শাস্ত্র অনুযায়ী এই গাছ কখনও বাড়িতে লাগাতে নেই। কারণ এর ফলে আর্থিক লোকসানের সম্ভাবনা থেকে যায়। তবে বর্ষাকালে অনেক সময় বাড়িতে এই গাছ হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই গাছটি না-কেটে একে তুলে মন্দির বা কোনও পবিত্র স্থানে রেখে আসা উচিত।
কুল– এই গাছটিকেও বাড়ির আঙিনায় লাগানো নিষিদ্ধ। মনে করা হয় বাড়িতে কুল গাছ লাগালে তা নেতিবাচক শক্তির সঞ্চার করে। এর ফলে সেই পরিবারের সদস্যদের ওপর শত্রুর প্রভাব বৃদ্ধি পায়। তাই বাড়িতে বা উঠোনে না-লাগিয়ে দূরবর্তী কোনও স্থানে কুল গাছ লাগানো উচিত।
খেজুর– বাস্তুমতে খেজুর গাছও বাড়ির আঙিনায় লাগাতে নেই। বাড়িতে খেজুর গাছ লাগালে জীবনে অর্থাভাব দেখা দিতে পারে। তবে এই গাছ লাগানোর ইচ্ছা থাকলে বাড়ি থেকে দূরে কোথাও লাগান।
বোনসাই– বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বনসাই গাছ লাগিয়ে থাকেন। তবে বাস্তু শাস্ত্র মতে এই গাছ বাড়িতে লাগানো উচিৎ নয়। কারণ এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির বিস্তার হয়।