স্নেহাশিসের সময়কালে কী পেল বাংলা ক্রিকেট 

নবরতন ঝাওয়ার 

সিএবি’তে শেষ হল রাজ জমানা। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবির কাজকর্ম এগিয়ে নিয়ে যাবার জন্য ব্যাটন তুলে দিলেন নিজের ছোট ভাই প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। ১৪ নভেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী সভাপতি হতে চলেছেন তা জানাই ছিল, তবে সরকারি সিলমোহর পড়ল আজ।

বিগত তিন বছরে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জামানায় বাংলা ক্রিকেটের অগ্রগতি অবশ্যই কুর্নিশযোগ্য। স্নেহাশীষের সভাপতিত্বে কি পেল বাংলা ক্রিকেট তারই কিছু ফুটিয়ে তোলা হলো।

১. সিএবি-র সভাপতি পদে বসে শুধু পরিকল্পনা করেই কখনও থমকে থাকেননি। সৌরভে মস্তিষ্কপ্রসূত বেঙ্গল প্রো টি-২০ লিগকে সূর্যের আলো দেখান নিজের সময়কালেই। স্টারের মতো সংস্থা’কে এনে করান সম্প্রচার।

২. স্নেহাশিসের সময়েই শুরু হয় মহিলা ক্লাব ক্রিকেট। এই সময়ে শুরু হয় মহিলাদের স্কুল ক্রিকেট-ও। এ ছাড়া

৩. জেলায় অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৫ একদিনের টুর্নামেন্ট শুরু হয় স্নেহাশিসের সময়কালে।

৪. বন্ধ হয়ে যাওয়া পি সেন ট্রফি শুরু হয় রাজ জমানাতেই।

৫. এই সময়েই শুরু হয় বন্ধ হয়ে যাওয়া ইউনিভার্সিটি ক্রিকেট।

৬. রাজ-জামানায় প্রথম বার অক্টোবর থেকে শুরু হয় ঘরোয়া ক্রিকেট মরসুম। অক্টোবর থেকে জুন, টানা ন’মাস চলে ঘরোয়া মরসুম।

আমি কামনা করি আসন্ন দিনে সৌরভ এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে। প্রয়োজনে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন স্নেহাশিস -ও। এ ছাড়া অভিষেক ডালমিয়া’কেও প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে বাংলা ক্রিকেটের উন্নতির স্বার্থে। অভিষেক সিএবি’র প্রাক্তন সচিব , প্রাক্তন সভাপতি। বঙ্গ ক্রিকেটের কর্মযজ্ঞে দূরে থাকতে পারেন না অভিষেক’ও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here