আজ মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। রাজনীতি মহলে এই কর্মসূচীকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। নবান্ন অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তা তুঙ্গে। নবান্নের চারিপাশ একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
হাওড়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। তাই কলকাতা ও হাওড়ার বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, রিমাউন্ট রোড, কোল বার্থ রোড, কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোড-সহ একাধিক রাস্তায় রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে হাওড়ার মঙ্গলাহাট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। আজ ৬ হাজার বাহিনী থাকছে। ১৯টি পয়েন্টে থাকছে ব্যারিকেড। থাকবেন ২৬ জন ডিসি। সকাল ৮টা থেকেই পুলিশ থাকবে রাস্তায়। জলকামান, টিয়ার গ্যাসেরও প্রস্তুতি থাকছে।