প্রত্যেক মানুষই চান তাঁর মনের মানুষ যেন চিরজীবন তাঁর সঙ্গে সুন্দরভাবে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। সম্পর্ক বিয়ে অবধি গড়ানোর আগেই ঘটে বিচ্ছেদ। কিন্তু কীভাবেই বা বুঝবেন আপনার মনের মানুষ আপনার মনের মতো কি না। একটা মানুষকে বুঝতে সারা জীবন লেগে যায়, সেখানে দিন কয়েকের আলাপে কারও চরিত্র বিশ্লেষণ করা কঠিন।

তবে জ্যোতিষবিজ্ঞানে এই সমস্যার সমাধান রয়েছে। কোনও ব্যক্তির জন্ম তারিখ বলে দেবে তাঁর চরিত্র। এই উপায়ে আপনি কোনও ব্যক্তির ব্যক্তিচরিত্র কিছুটা হলেও বুঝতে পারবেন। তবে তার জন্য আপনাকে আগে জানতে হবে জ্যোতিষ গণিতের একটা বিষয়। তা হল মূলাঙ্ক। এর মাধ্যমেই আপনি বিচার করতে পারবেন কোন মানুষ কেমন!

কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগফল হল তার মূলাঙ্ক। যেমন কারও জন্ম তারিখ ৪ হলে, তাঁর মূলাঙ্ক হবে ৪+০=৪। ঠিক সেই ভাবেই কেউ যদি ২৫ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ২+৫=৭। এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়।

১:  মাসের ১, ১০, ১৯, ২৮ তারিখে যাঁদের জন্ম তাঁদের মূলাঙ্ক ১। এরা মূলত আধিপত্যবাদি হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে এরা নিজেদের দাপট রাখতেই বেশি পছন্দ করেন। কোনও মতেই কোনও দাম্পত্য সমস্যা এলে, এরা হাল ছাড়তে চান না।

২: মাসের ২, ১১, ২০, ২৯ তৈারিখে যাঁদের জন্ম তাঁরা ২ সংখ্যার আওতায় পড়েন। এরা মূলত শান্তিপ্রিয় হয়ে থাকেন। এরা শান্তিতে জীবন কাটাতে পছন্দ করেন। প্রেমের ক্ষেত্রেও তারা পছন্দ করেন স্থিতিশীলতা। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা দরকার সবই করতে রাজি থাকেন তারা। তবে এরা একটু স্পর্শকাতর হয়ে থাকেন। নিজের উদ্দেশ্যসাধনের জন্য কূটচালের আশ্রয় নিতেও এনারা পিছপা হন না।

৩: এঁরা একটু আত্মকেন্দ্রিক। তবে সৎ মনে ভালবাসতে জানেন। তবে সঙ্গী যদি রোম্যান্টিক হন, তাহলে সমস্তরকমের আত্মত্যাগের জন্যও এরা রাজি।

৪: যাঁদের মূলাঙ্ক ৪, তাঁরা একটু বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকেন। বিয়ের থেকে এদের যৌনতাতেই ঝোঁক বেশি থাকে। এঁরা সাধারণত নিজের সঙ্গীর কাছে খুব একটা দায়বদ্ধ থাকতে ভালবাসেন না। ফলে, সঙ্গীকে এঁদের একটু নিজের কাছে যত্নে রাখতে হয়।

৫: এঁরা নিজের সঙ্গীর মধ্যে সমস্ত কিছু পারফেক্ট দেখতে চান। যৌনতা এঁদের কাছে খুব বড় বিষয়। তবে কিছুদিন সম্পর্কে থেকেই এঁরা খুব একঘেয়েমিতে ভোগেন। ফলত প্রেমের ক্ষেত্রে নিত্য নতুন মানুষ বা চটক এঁদের বিশেষ পছন্দের।

৬: এঁনারাও বেশ শান্তিপ্রিয় হয়ে থাকেন। যাকে ভালবাসেন তার জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। তবে এনারা নিজের মানুষের মানুষের উপর অন্য কারও অধিকার বর্দাস্ত করেন না, সেক্ষেত্রে কখনও কখনও হয়ে ওঠেন ঈর্ষান্বিত। তবে পরিবারের প্রতিও অনুগত থাকেন এঁরা।

৭: যাঁদের মূলাঙ্ক সাত তাঁরা খুব গভীরভাবে চিন্তাভাবনা করেই যেকোনও পদক্ষেপ নেন। স্বভাবতই এঁরা চুপচাপ প্রকৃতির। জাগতিক বিষয়ে তেমন আকর্ষণ নেই। এঁদের হৃদয় ছোয়া সহজ বিষয় নয়। তবে প্রেমের ক্ষেত্রে তাঁরা খুব মনযোগী এবং ভীষণ রোম্যান্টিক।

৮:  আট মূলাঙ্কের ব্যক্তিরা যেকোনও কাজে পারদর্শী হয়ে থাকেন। এঁনারা স্বভাবতই শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী, একই সঙ্গে কর্তৃত্বপরায়ন। প্রেমের ক্ষেত্রে তারা দায়িত্বশীল হলেও, ভালবাসার সম্পর্ককে তারা প্রায়শই বিজনেস ডিল হিসেবে দেখেন। ফলে সম্পর্ক হয়ে ওঠে তিক্ত ও কৃত্রিম। এঁদের কাজকর্মও হয় গোছানো। তবে মাঝে মাঝে তিনি জোর করে সাফল্য অর্জনের চেষ্টা করেন যা হয়ে ওঠে দৃষ্টিকটু।

৯: এঁনারা হয়ে থাকেন ধৈর্যশীল ও সহমর্মি। অপরকে সাহায্য করতেও পটু। তবে এঁনারা একটু আবেগী প্রকৃতির হন। প্রেমের ক্ষেত্রে সাধারণত তারা হয়ে থাকেন শান্তশিষ্ট এবং মিষ্টি স্বভাবের। তবে কখনও কখনও অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সঙ্গীর ওপরে জোর খাটিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here