
নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: ভিসন অফ বেঙ্গল আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বুলা চৌধুরি, শ্যাম থাপা এবং কুন্তল রায়। এই চারজনের নামে প্রকাশিত হয় ডাক টিকিট। ডাক টিকিট প্রকাশিত হয় অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের নামেও। কিন্তু এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না শহরে না থাকার জন্য।
এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় ২০২৪-২৫ মরসুমের সেরা কোচ, কর্মকর্তা, ধারাভাষ্যকার প্রমূখ বিভাগে। সেরা প্রশিক্ষকের সম্মান পেয়েছেন রঞ্জন ভট্টাচার্য এবং দোলনকারী রঞ্জন ভট্টাচার্য এবং দোলা মুখার্জি। পাঠচক্রের প্রাক্তন কোচ সদ্য প্রয়াত পার্থ সেনের নামাঙ্কিত স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন ফাল্গুনী দত্ত। আইএফএ-র সহ-সচিব রাকেশ ঝাঁ ‘কে বেসি নেওয়া হয় বর্ষসেরা কর্মকর্তা হিসেবে। প্রাক্তন ফুটবলার এবং বর্তমানে অন্যতম পরিচিত ধারাভাষ্যকার সৌমিত্র চক্রবর্তী’কে সেরা ভাষ্যকারের পুরস্কারে ভূষিত করেন আয়োজকরা। সেরা ক্লাবের শিরোপা পায় ডায়মন্ড হারবার এফসি।