চিনাবাস্তুশাস্ত্র ফেংশুই মতে এমন কিছু জিনিস রয়েছে যা ঘরে রাখা খুব শুভ। এগুলি ঘরে থাকলে বাড়িতে নেগেটিভ শক্তি হ্রাস করে পজিটিভ শক্তি বৃদ্ধি করে। তার পাশাপাশি বাড়ির পরিবারের সদস্যদের উন্নতি ও বাড়ির সার্বিক সমৃদ্ধি বৃদ্ধি করতে তা সাহায্য করে। তবে বাড়িতে এই জিনিসগুলি রাখার আগে দেখে নিন কী কী উপকার পেতে পারেন আপনি-
ফেংশুই কচ্ছপ- ফেংশুই কচ্ছপ দু’রকমের হয়। যেমন ধাতব কচ্ছপ এবং ক্রিস্টালের কচ্ছপ। যদি ধাতব কচ্ছপ ঘরে রাখা হয়, তা হলে ঘরের উত্তর দিকে রাখতে হবে। এই দিকে ধাতব কচ্ছপ রাখলে খুব দ্রুত ঘরের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করে। এ ছাড়া, কর্মে সাফল্য আনতেও ব্যবসা বা চাকরিতে এই ধাতব কচ্ছপ সাহায্য করে।
ফেংশুই পেঁচা- এই পেঁচার শোপিস ঘরে রাখলে অর্থনৈতিক সমস্যা খুব তারাতারি দূর হয়ে যায়।
লাফিং বুদ্ধ- ঘরে লাফিং বুদ্ধ রাখলে শান্তি থাকে। ঘর পজিটিভ এনার্জিতে ভরে থাকে। সমস্ত খারাপ শক্তি দূরীভূত হয়।
ফেংশুই উট- এই উট বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয়। এই শোপিস ঘর এবং অফিসে যেখানেই রাখা হোক, সেখানেই আর্থিক উন্নতি হয় দ্বিগুণ।