
নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে দ্বিতীয় বার দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ নিজের পারিসদ’দের বেছে দিয়েছেন নিজের হাতে। প্রায় দুই দশকের পর সিএবি সচিব পদে বসছেন বাবলু কোলে। সহ-সচিব মদনমোহন ঘোষ। সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস এসেছেন কোষাধ্যক্ষ পদে। চমকপ্রদ সংযোজন সহ-সভাপতি পদে আসা অনু দত্ত।
অন্য দিকে, অ্যাপেক্স কাউন্সিলে বসু পরিবার থেকে এসেছেন দু’জন সৌমিক বসু এবং নীলাঞ্জনা বসু। ইউনাইটেড ক্লাব থেকে এসেছেন নবরতন ঝাওয়ার। এপেক্সে প্রথম হলেও খেলার মাঠের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ নবরতন ঝাওয়ারের। এর আগে সিএবিতে দায়িত্ব সামলেছেন ফিন্যান্স কমিটিতে এবং গ্রাউন্ডস কমিটিতে। রিভার্স অকশনের পরিকল্পনাও তাঁর মস্তিষ্কপ্রসূত। শুধু ক্রিকেটেই নয়, অতীতে আইএফ এর গভর্নিং বডির মেম্বার ছিলেন নবরতন ঝাওয়ার। অ্যালিকাইন চেজ ক্লাবের প্রেসিডেন্টও তিনি। এছাড়া অ্যাপেক্স আছেন প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, সৌমেন্দু চট্টোপাধ্যায়, বিবেক লহিয়া, রবি টোডি, আশিস চক্রবর্তী, গৌতম গোস্বামী, সুরজিৎ লাহিড়ী এবং কৌশিক মুখোপাধ্যায়।