আবারও CAB-তে মহারাজ, জল্পনা পারিষদদের নিয়ে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: সিএবি সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংস শুরু করা স্রেফ সময়ের অপেক্ষা। ১৪ নভেম্বর নিজের প্যানেল সঙ্গে নিয়ে সভাপতি পদে মনোনয়ন পেশ করবেন মহারাজ। ভারত তথা বাংলার ক্রিকেটে মহারাজের যা অবদান তাতে বাংলা ক্রিকেটের স্বার্থে তাঁকে প্রয়োজন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সিএবি-র মসনদে বসবেন মহারাজ। জল্পনা চলছে বাকি পদাধিকারী নিয়ে। সূত্রের যা খবর তাতে সিএবি’র নতুন সচিব হচ্ছেন বাবলু কোলে। যুগ্ম সচিব পদে দায়িত্ব নেবেন মদন মোহন ঘোষ। সহ সভাপতি অনু দত্ত। কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। বাবলু কোলের সচিব পদে প্রত্যাবর্তন চমকে দেওয়ার মত। তবে স্পোর্টস বিল চালু হলে বাবলু কোলেকে হয়তো ছাড়তে হবে। কারণ সেক্ষেত্রে বয়সের সীমায় আটকে যেতে পারন। সেক্ষেত্রে ছয় মাস পরে হয়তো নতুন সচিব আসবেন। বয়স সীমা যদি ক্রীড়া বিল অনুসারে পঁচাত্তর বছর হয় তাহলে বাবলু কোলে পুরো মেয়াদ পুরন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here