আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্যের শাসকদল প্রথম থেকেই কোণঠাসা। অভিযোগ, খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই তরুণীর মাকে বলতে শোনা গিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারা আগে দেখুন বাড়ির লক্ষ্মীর সুরক্ষা ঠিক আছে কিনা। সাধারণ মানুষ জনসমক্ষে বলছে ভাতা দিয়ে জনসাধারণের মুখ বন্ধ করছে তৃণমূল সরকার। এবার ‘লক্ষ্মীর ভান্ডার’ এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলিতে যাঁরা থাকতে চাইছেন না, তাঁদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে কুণাল লিখেছেন, ‘‘যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক।’’ সমাজমাধ্যমে আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা যাঁরা করছেন, তাঁদের কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, ‘‘ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।’’

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথা উঠেছে নানা মাধ্যমে। পুজো উপলক্ষে সরকার ক্লাবগুলিকে যে অনুদান প্রতি বছর দেয়, ইতিমধ্যে তা গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কয়েকটি ক্লাব। সমাজমাধ্যমে সরকারের সমালোচনা করে অনেকে এ-ও বলেছিলেন, যে রাজ্যের সরকার নারীসুরক্ষা নিশ্চিত করতে পারে না, সেই রাজ্যে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী’-র মতো নারীকল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ? এর পরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা। একে ‘কুরাজনীতি’ বলে উল্লেখ করেছেন কুণাল। তাঁর মতে, যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না, তাঁরা যাতে তা ফেরত দিতে পারেন, সেই ব্যবস্থা করা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here