বুধবারই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরানো হয় বিতর্কিত সন্দীপ ঘোষকে। তবে এর মধ্যেই নতুন পদ পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে। তাঁকে স্বাস্থ্য ভবনে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ পদ দেওয়া হয়েছে।
অন্যদিকে আরজি করে সন্দীপ ঘোশকে সরিয়ে অধ্যক্ষের পদে বসানো হয়েছে সুহৃতা পালকে। কিন্তু তার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। এমনকি হাসপাতালে গিয়েও ছাত্র বিক্ষোভের সম্মুখীন হতে হয় সুহৃতাকে। ফলে আরজি করের নতুন অধ্যক্ষ হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়। তিনি বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। বারাসতে অধ্যক্ষ হিসেবে বহাল করা হয়েছে সুহৃতা পালকে।
আরজি করের এমএসভিপি এবং ডিন অব স্টুডেন্টসের দায়িত্ব থেকেও সরানো হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে রাখা হল তাঁকে। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রী ছিলেন নির্যাতিতা। সেই বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে বদলি করে পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।