এবার সিবিআইয়ের নজরে আরজি কর হাসপাতালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়। তাঁকে তলব করায় বুধবার দুপুরে তিনি সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এদিকে বুধবারও সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে ষষ্ঠ বার সিবিআই আদ্গিকারিকদের জেরার সম্মুখীন হলেন তিনি। প্রসঙ্গত, মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আরজি করে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তার নেতৃত্বেও ছিলেন এই বুলবুল।
আরজি করের ডিন পদে ছিলেন বুলবুল। আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়। প্রিন্সিপাল ও সুপারকে সরানো হয় বাধ্য হয়ে। সেই সময় বুলবুল ডিন থেকে সুপার পদে যোগ দেন। সিবিআই সূত্রে খবর, আরজি করের ঘটনা সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে বুলবুলকে।
গত দু’দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। মৃত চিকিৎসক ওই বিভাগেই ছিলেন। এ ছাড়াও হাসপাতালের একাধিক চিকিৎসক, পড়ুয়াকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।