আরজি কর-কাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযান করল কংগ্রেস। বুধবার দুপুর দেড়টা নাগাদ কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। কিন্তু মিছিল ফিয়ার্স লেন ধরে লালবাজারের দিকে এগোতেই সেটিকে বাধা দেয় পুলিশ। সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীদের একাংশ। এরপর শুরু হয় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, মিতা চক্রবর্তী, সন্তোষ পাঠক, রোহন মিত্র-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে।

কংগ্রেসের এই মিছিলের বিষয়ে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এই লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছিল তারা। সেই মতোই কলেজ স্কোয়্যার থেকে লালবাজারের দিকে এগোতে থাকে মিছিল। ফিয়ার্স লেনে মিছিলকে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, ধরপাকড়।

পুলিশের তরফে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু কংগ্রেস কর্মী ও সমর্থকরা নিজেদের দাবিতে অনড় থাকেন। রাস্তায় বসেই চলে বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here