আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরেও প্রতিনিধিদের নির্বাচিত করলেন সাধারণ মানুষ। এ বার আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে জয়ী হয়েছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। সকলেই ডেমোক্র্যাট সদস্য। এই ৬ প্রতিনিধি হলেন ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খন্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং সুহাস সুব্রমণ্যম।
জয়ের খবর ঘোষণা করার পরে ভার্জিনিয়া থেকে জয়ী সুহাস সেখানের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘ভার্জিনিয়ার মানুষ আমার উপরে ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ। এই প্রদেশই আমার বাড়ি। এখানে বিয়ে করেছি। এখানে আমি আর আমার স্ত্রী মেয়েদের বড় করে তুলছি। এখানের বাসিন্দাদের সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা।’’
আমেরিকান স্টেটগুলির মধ্যে ক্যালিফর্নিয়ায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূতেরা স্থানীয় স্তরে লড়েছেন। রো খন্না এবং অ্যামি বেরা জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ক্যালিফোর্নিয়া থেকে লড়েছেন।