গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন ৪৯ জন মৎসজীবী। ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে ট্রলার নিয়ে অন্য সকলের সঙ্গে গিয়েছিলেন তাঁরাও।   দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অন্যরা ফিরে এলেও তিনটি ট্রলারে থাকা মোট ৪৯ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি।  নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়ার কোনও চেষ্টাই করা  হচ্ছে না।

মৎস্যজীবীদের পরিবারের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দিয়েছিল মৎস্যজীবীদের একটি দল। রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার কথা ছিল তাদের। বাকি মৎস্যজীবীরা ফিরে এলেও খোঁজ পাওয়া যায়নি ওই ৪৯ জনের। ওই মৎস্যজীবীদের সন্ধানে আগেই নৌকা এবং ট্রলার নিয়ে তল্লাশি শুরু হয়েছিল। সোমবার আকাশপথে হেলিকপ্টার নিয়েও তল্লাশি চালানো হয়।

এও জানা গিয়েছে যে ‘মা রিয়া’, ‘শ্রী হরি’ নামের দু’টি ট্রলার-সহ মোট তিনটি ট্রলার ফিরতি পথে খারাপ হয়ে যায়।  পরিস্থিতি এমন হয় যে প্রপেলার বা চাকা ঘোরার যন্ত্রও কাজ করা বন্ধ করে দেয়। অন্য মৎস্যজীবীরা ওই ট্রলারগুলিকে টেনে আনার চেষ্টা করেন। কিন্তু এত স্রোত যে সে চেষ্টা ফলপ্রসূ হয়নি। এদিকে ট্রলারের ওয়্যারলেস মেশিনও বিকল হয়ে গিয়েছিল। ফলে সেগুলির সঙ্গে পরে যোগাযোগ করাওড়ার সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here