বিয়ে করার ইঙ্গিত দিয়েই প্রাক্তন প্রেমিকার জন্মদিনে পৌঁছেলেন সলমন! তা হলে কি সুখবর আসছে?

বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। একাধিক সম্পর্কে থেকেছেন। তাও ছাঁদনাতলায় পৌঁছননি সলমন খান। তবে তিনি চিরকুমার থাকবেন না, সেই ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি। বিয়ে করার ইচ্ছে কি তাঁর এখনও রয়েছে? প্রশ্ন তুলছেন সলমন অনুরাগীরা। সম্প্রতি ভগ্নিপতীর জন্মদিনেই আভাস দিয়েছেন, এক দিন তিনিও হবেন শ্রেষ্ঠ স্বামী ও শ্রেষ্ঠ বাবা। এই ইঙ্গিতে উচ্ছ্বসিত ভাইজানের ভক্তেরা। এই সবের মধ্যেই নতুন জল্পনা উস্কে দিলেন তিনি। বুধবার রাতে পৌঁছে গেলেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে।

দীর্ঘ দিন সঙ্গীতার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই প্রাক্তনের জন্মদিনেই উপস্থিত হন সলমন। জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করার আগেই চেনা মেজাজে ধরা দিলেন তিনি। সেখানেও ঘটালেন এক কাণ্ড।

সলমনের সঙ্গে দেখা হয় এক খুদের। মায়ের কোলে ছিল সেই একরত্তি। কিন্তু এই একরত্তি বয়সেই সে বুঝতে পারে, সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সলমন। তাই ভাইজানকে দেখেই আনন্দে হাসতে থাকে সেই শিশু। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকে এই শিশু সলমন ভক্ত হয়ে উঠেছে।

সলমনের এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরাও। এই ভিডিয়ো দেখেই সলমন অনুরাগীদের মত, বাবা হওয়ার জন্য প্রস্তুত তিনি। সত্যিই এ বার বিয়ে করে সংসার পাতা উচিত তাঁর।

উল্লেখ্য, সলমন ও সঙ্গীতার বিয়ে একটা সময় স্থির হয়ে গিয়েছিল। ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ড পর্যন্ত। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন। সলমন নিজেও ‘কফি উইথ কর্ণ’-এর এক এপিসোডে স্বীকার করেছিলেন, সঙ্গীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here