দিল্লিতে ভূমিকম্প! কেঁপে উঠল রাজধানী এবং সংলগ্ন এলাকা, সাতসকালে আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন দিল্লিবাসী

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৪মিনিটে ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ভূকম্পের উৎসস্থল দিল্লি থেকে খুব দূরে না হওয়ায় তীব্রতা কম হলেও কম্পন বেশ ভালই অনুভূত হয়েছে রাজধানীতে।

ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে সাতসকালের এই কম্পনের জেরে রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা অনেকে জানাচ্ছেন, তাঁদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।

রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর সংস্থার অফিস রয়েছে। সেই এলাকাগুলিতেই কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের সময় অফিসগুলিতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলির কর্মীদের অনেকে। তাঁরাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের উৎসস্থল ঝজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here