ত্রিপুরার রেস্তরাঁয় বাংলাদেশিদের পরিষেবা দেওয়া বন্ধ হলো। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তরাঁ ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা, আপাতত ত্রিপুরার কোনও হোটেল এবং ফুড আউটলেটে বাংলাদেশিদের প্রবেশ করতে দেওয়া হবে না, এমনকি খাবার পরিবেশনও করা হবে না।
সোমবার ত্রিপুরার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বাংলাদেশিদের পরিষেবা দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই রাজ্যের প্রতিটি রেস্তরাঁ, হোটেলগুলিতে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।’
দু’দিন আগে আগরতলা থেকে কলকাতামুখী একটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে বাংলাদেশে। জানা যায়, বেসরকারি সংস্থা শ্যামলী পরিবহণের এই বাসটিতে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক। অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই ধাক্কা মারা হয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বিশ্ব রোডের ব্রাহ্মণবেড়িয়াতে। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশাসনকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানান।