ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছটি ইঞ্জিন। বাসিন্দাদের বাইরে বের করে আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিটের যে বহুতলে আগুন লেগেছে, তাতে অনেক মানু বসবাস করেন। মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনের কাছে রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল। গুরুত্বপূর্ণ ওই জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here